সর্বশেষ :

রাজশাহীতে বাংলাদেশ সমাচার পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৫ । ৭:৫০ অপরাহ্ণ
রাজশাহীতে বাংলাদেশ সমাচার পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : সারাবিশ্বের বাংলাভাষী মানুষের মুখপত্র দৈনিক বাংলাদেশ সমাচার যথাযথ মর্যাদায় তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহীর দশোর মন্ডলের মোড়ে অবস্থিত অনুরাগ কমিউনিটি সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান মো. আল-আমিন হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মীর তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যুরো এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈনউদ্দীন, সিনিয়র সাংবাদিক আসলাম উদ-দৌলা, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. আব্দুল মুগনী নীরো এবং শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার কাজী মো. নুরুল আলম, দুর্গাপুর প্রতিনিধি মুক্তার হোসেন, স্পেশাল রিপোর্টার মো. আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক মো. মাইনুল হাসান জনি, রিপোর্টার জুবায়ের আলম রাজন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিনিয়র সাংবাদিক মো. সানোয়ার আরিফ, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. সানোয়ার আরিফ, সাধারণ সম্পাদক মো. সাগর নোমানী, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফয়সাল হোসেন, এবং দৈনিক ফক্স বিডি নিউজের সম্পাদক মো. আজগর আলী সাগর।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশ সমাচারের সাফল্য ও অর্জন নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির উন্নততর ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: