সোহান : রাজশাহীর দুর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ গেট থেকে কর্মসূচি শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে আন্দোলনকারীরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানে বৈষম্য দূর করার দাবিতে স্লোগান দেন। লিফলেটের মাধ্যমে তারা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মোঃ ফাতিন মাহাদি বলেন, “সমাজে প্রতিটি স্তরে বৈষম্য দূর করা আমাদের লক্ষ্য। আমরা চাই, শিক্ষা ও স্বাস্থ্য সবার জন্য সমানভাবে নিশ্চিত হোক এবং সরকারি চাকরিতে সমতার নীতি বাস্তবায়ন হোক।”
রাজশাহী জেলা ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম সাজু, মোঃ হাসিব এবং শোয়াইব হাসান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সংগ্রামী ছাত্র-জনতার এই কর্মসূচি স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা আশা করছেন, সরকারের নীতিমালায় পরিবর্তন এনে সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :