স্টাফ রিপোর্টার :
আজ বোর্ড বাজার গাজীপুরে অবস্থিত রাধুনী কনভেনশন সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর নির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশন_২০২৪ এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সদস্য ড. ফরিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হলো বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি জনাব মোহাম্মদ সোহেল সাদাত ও সাধারণ সম্পাদক ড. দেবজিৎ রায় ও বিভিন্ন পদে নির্বাচিত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জনাব শহীদুল আলম ঝিনুক, উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব এম এ মাহমুদুর রহমান, সাবেক সভাপতি জনাব হেলাল উদ্দিন আহমেদ ও ডুয়েট স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম (গাংগচিল) এর সাধারণ সম্পাদক মাইমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি জনাব শহীদুল আলম ঝিনুক।
অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান, নির্বাচন কমিশনার ড. ফরিদুল আলম ও জনাব রতন মল্লিককে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :