প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসিকভাবে সুস্থ জাতি গঠনে মনোবিজ্ঞানের গুরুত্ব সমাজে ছড়িয়ে দিতে হবে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বরাদ্দ আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
শনিবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোমেট্রিক্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
ডা. বিধান রঞ্জন বলেন, সাইকোলজি যদি সায়েন্স হয় তাহলে সাইকোমেট্রিক্স হলো টেকনোলজি। এটি একটি বিচিত্র বিষয়। আমরা মানুষকে নিয়ে ডিল করি, সাইকোলজি নিয়ে আলোচনা করি, গবেষণা করি। কোনো কিছু করতে মেজারমেন্ট করতে হয়, থিসিস হিসেবে ইন্সট্রুমেন্ট ব্যবহৃত হয়। বিভিন্ন গবেষণা, বিভিন্ন থিসিসে ভেরিয়েশন হয়। বিভিন্ন ক্ষেত্রে আইকিউ টেস্টের প্রয়োজন হয়। আমাদের নিজস্ব আইকিউ টেস্ট নেই। তাহলে নির্ভরযোগ্য ডাটা পাব কীভাবে? আমাদের দেশের উপযোগী আইকিউ টেস্ট করার চেষ্টা করেছিলাম। ফান্ডের অভাবে সেটি হয়ে ওঠেনি।
তিনি বলেন, বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আইকিউ টেস্ট খুবই প্রয়োজন। কারণ তার ক্যাপাবিলিটি রয়েছে কি না সেটির জন্য সাইকোলজি টেস্ট খুবই প্রয়োজন। দেশের উপযোগী করে আইকিউ টেস্ট তৈরি করতে হবে। সরকারিভাবে অন্য ক্ষেত্রে যাতে ইনপুট করা যায়। সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে।
উপদেষ্টা বলেন, সাইকোমেট্রিক্সের প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। টেস্টগুলো যথেষ্ট নির্ভরযোগ্য হওয়া প্রয়োজন। তাহলে মানুষ মনে করবে এটা প্রয়োজন, অ্যাপলিকেবল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমদ বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ তানভীর ইসলাম, আইইউবিএটির প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ডা. মো. কামাল উদ্দিন।
আপনার মতামত লিখুন :