শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ফ্লপ সিনেমা, খরচের টাকাও ওঠেনি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪ । ২:৩০ অপরাহ্ণ
শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ফ্লপ সিনেমা, খরচের টাকাও ওঠেনি

এক দশক আগের ঘটনা। সেই সময় দাঁড়িয়ে বড় পর্দায় উচ্চ মানের প্রযুক্তির ব্যবহার থেকে ছিল নজরকাড়া ভিএফএক্স। মুখ্যচরিত্রে অভিনয় করেছি‌লেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান।
নায়িকা ছিলেন কারিনা কাপুর। ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখের ‘চর্চিত’ প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। তবুও বক্স অফিসে লাভের মুখ দেখেনি সেই ছবি।

২০১১ সালে অনুভব সিংহের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাওয়ান’। এরপর আর শাহরুখের সঙ্গে নতুন কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি কারিনাকে।

অনেকে মনে করেন, ছবিটি ব্যবসা করতে পারেনি বলেই নাকি কারিনা আর শাহরুখের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি।

বলিপাড়া সূত্রের খবর, ২০১১ সালে ভিএফএক্স প্রযুক্তির উচ্চ মানের ব্যবহার দেখা যায় ‘রাওয়ান’ ছবিতে। এই সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল ১৩০ কোটি টাকা।

এক দশক আগে ‘রাওয়ান’ ছবি তৈরিতে এত খরচ হলেও মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। শুধু তাই নয়, শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যর্থ সিনেমা হিসেবে ধরা হয় এই ছবিটিকে।
বলিপাড়া সূত্রে খবর, ‘রাওয়ান’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ১১৪ কোটি টাকার ব্যবসা করে। সে হিসেবে খরচের ১৩০ কোটিও তুলতে পারেনি।

‘রাওয়ান’ সিনেমায় ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহরুখের ‘চর্চিত’ প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে।

সিনেমাটি ব্যর্থ হওয়ার পর বলিপাড়ার একাংশ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শাহরুখের প্রেমিকাও ছবিটিকে ফ্লপ হওয়ার হাত থেকে বাঁচাতে পারেনি।’

তবে বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘রাওয়ান’ যদি ১৩ বছর আগে মুক্তি না পেয়ে এই সময় মুক্তি পেত, তাহলে ভালো ব্যবসা করত। ঠিক সময় মুক্তি পায়নি বলেই ছবিটির এই দুর্দশা।

এক পুরনো সাক্ষাৎকারে ছবির পরিচালক অনুভবকে ‘রাওয়ান’ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘আমি শাহরুখকে হতাশ করেছি বলে মনে হয়। আমার কাছে সুযোগ ছিল, কিন্তু আমি ভালো ছবি বানাতে পারিনি।’’

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
%d bloggers like this: