সর্বশেষ :

পালিত হল উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪ । ৮:১৪ অপরাহ্ণ
পালিত হল উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : “মানুষ ছাড়া ক্ষেপারে তুই মূল হারাবি” স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সংগঠনটির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। উদীচী রাজশাহী জেলা সংসদের সাংগঠন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গেলাপ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাস। বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ রাজশাহীর সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিয়া উদ্দিন।

এসময় সিপিবি রাজশাহী জেলা সভাপতি হুমায়ুন রেজা জেনু, খেলাঘর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, উদীচী রাজশাহী সংসদের নেতৃবৃন্দ ও শিল্পরাসহ রাজশাহীর সাংস্কৃতিক পরিমন্ডলের একাংশ।

বাউল ও মরমী গানের পরিবেশনা করেন উদীচী রাজশাহী জেলা সংসদ, উদীচী মচমইক শাখা সংসদদের বাউল শিল্পীরা ও রাজশাহীর ফোক ব্যান্ড কারসা। এছাড়াও রাজশাহী বেতার ও অন্যান্য শিল্পীরাও এতে লালনগীতি, বাউল গান ও মরমী গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা, দেশে বাউল মরমী শিল্পী সহ সাংস্কৃিক পরিমন্ডলে সহিংস হামলা বন্ধ করতে হবে, ইতোপূর্বে সংঘটিত সকল হামলার বিচার ত্বরান্বিত করতে হবে। স্বাধাীন বাংলায় হাজার বছরের ঐতিহ্য বাউল ও মরমী শিল্পীদের স্বাধীন ও নিরাপদ পথচলার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। সাম্রাজ্যবাদ এবং মৌলবাদকে প্রতিহত করে উদীচী কর্মীদের নেতৃত্বে গণ সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
%d bloggers like this: