এসএনএ ডেস্ক :
তূর্যা রিজাউল কথা বাংলাদেশের সংবাদমাধ্যম এর অন্যতম নাম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি এশিয়ান টিভি,বৈশাখী টিভি; এশিয়ান রেডিও,বাংলা টিভি; মাইটিভি হতে শুরু করে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলগুলোতে মানসম্মত পদে সুনামের সাথে কাজ করে আসছেন।
বাংলাদেশের প্রথম ইউএইচডি স্যাটেলাইট চ্যানেল (চ্যানেল এস) এর মার্কেটিং এন্ড সেলস এর জিএম হিসেবে যোগদান করেছেন। তিনি ধন্যবাদ জানান মহান আল্লাহ কে , তার মাকে এবং প্রতিষ্ঠানটির এমডি সুজিত চক্রবর্তী স্যারকে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সকল ক্যাবল অপারেটর, বিজ্ঞাপন দাতা ও চ্যানেল এস এর সকল সহকর্মীর সহযোগিতা থাকলে চ্যানেল এস কে অনেক দূরে পৌঁছানো সম্ভব।আর তিনি ধীরে ধীরে চ্যানেল এসকে বাংলাদেশের প্রথম সারির টেলিভিশন হিসেবে দেখতে চান।
আপনার মতামত লিখুন :