এসএনএ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হুইপ শামসুল হক চৌধুরীসহ দশজন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেছেন, দুদক, তার চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে, তার গোয়েন্দা ইউনিটের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই অনুসন্ধানগুলি শুরু করেছে।
যাচাই-বাছাইকৃতদের মধ্যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (ফেনী-১), একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-৪), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), এম এ জাহের (কুমিল্লা-৬), মো. ইফতিকার উদ্দিন তালুকদার (নেত্রকোনা-৩), ফাহমি গুলান্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), হোসনে আরা (সংরক্ষিত মহিলা আসন), আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১)।
অভিযোগের কেন্দ্রবিন্দু প্রাক্তন আইনপ্রণেতাদের ক্ষমতার অপব্যবহারের জন্য দেশীয় এবং বিদেশে প্রচুর সম্পদ অর্জনের পাশাপাশি উন্নয়ন প্রকল্প থেকে তহবিল আত্মসাৎ এবং অর্থ পাচারে জড়িত।
এছাড়াও, জালিয়াতি প্রকল্পের মাধ্যমে জনসাধারণের তহবিল আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের রাঙামাটি জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার (রাঙামাটি)সহ আরও পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন। এই তদন্তে জড়িত অন্য চারজন হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুসা মাথাব্বর, সহ-সভাপতি ব্রিক কেতু চাকমা, সহ-সভাপতি অঙ্গসরিপ চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখা।
আপনার মতামত লিখুন :