শিশু রাইফার মৃত্যুর কারণে ৪ চিকিৎসকের বিচার শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪ । ১:১২ পূর্বাহ্ণ
এসএনএ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যু ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ মো.কামাল হোসেন সিকদারের আদালত এই আদেশ দেন।
ওই চার চিকিৎসক হলেন- ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা.শুভ্র দেব।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন ভূঁইয়া বলেন, ‘বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রাফিদা খান রাইফার মৃত্যু হয়। এ ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ সাক্ষীর জন্য রাখা হয়েছে।’
এর আগে গত ২৫ মার্চ পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নগর পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন।
জানা যায়, ২০১৮ সালের ২৯ জুন রাতে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়।
সূত্র : সময় নিউজ
Like this:
Like Loading...
Related
আপনার মতামত লিখুন :