নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান “ডোমার নাট্য সমিতি” এর মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সময় কার্যনির্বাহী কমিটির সকলের সম্মতিক্রমে মাসুদ বিন আমিন সুমন কে আহবায়ক করে ৭ সদস্যর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে নাট্য সমিতির মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক।
আহবায়ক কমিটির কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন, কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, আসাদুজ্জামান চয়ন, মিজানুর রহমান সোহাগ, পরশ কুমার চন্দ্র, আরমিন আক্তার জাহান, জাকিয়া বেগম চান্দা।
উপস্থিত সকলেই বলেন, যত দ্রুত সম্ভব নতুন ও সংশেধিত ভোটার তালিকা প্রনয়ন, সাধারণ সভা আহ্বান এবং নির্বাচন কমিশন গঠন করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠন সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন :