সর্বশেষ :

বাঘায় স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তিন দিন পর স্বামীর আত্মহত্যা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪ । ৯:৪২ পূর্বাহ্ণ
বাঘায় স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তিন দিন পর স্বামীর আত্মহত্যা

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় স্ত্রীর রহস্যজনক আত্মহত্যার তিন দিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী জারমান আলী (২৬)। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতে ঝিনা মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জারমান উপজেলার আড়ানী ইউপির ঝিনা মধ্যপাড়া গ্রামের নওসাদ আলীর ছেলে। একইভাবে এর আগে শুক্রবার (১২ জুলাই) রাত ১১টায় জারমান আলীর স্ত্রী সাগরিকা বেগম গলায় ফাঁস (রহস্যজনক) দিয়ে আত্মহত্যা করে। তার তিন দিনের পর স্বামী জারমান একইভাবে  স্ত্রীর মত অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়  সূত্রে জানা যায়, গত জুন মাসের প্রথম সপ্তাহে পারিবারিকভাবে জারমান আলীর সাথে নাটোর জেলার  বাগাতিপাড়া উপজেলার উল্লাস গ্রামের আব্দুল গাফফার এর মেয়ে সাগরিকা সাথে  বিবাহ  হয়। বিবাহের সময় জারমান আলীকে স্ত্রী সাগরিকার পরিবারের পক্ষ থেকে এক লক্ষ টাকা যৌতুক দেবার চুক্তি হয়। যার মধ্যে নগদ ৫০ হাজার টাকা বিবাহের দিন প্রদান করা হয় । পারিবারিক সমস্যা ও অভাব অনটনে থাকায় বাঁকি ৫০ হাজার টাকা পরিশোধের জন্য চার মাসের সময় নেয় সাগরিকার পিতা। কিন্তু সাগরিকার স্বামী জারমান আলী  মাদকাসক্ত  হওয়ায় যৌতুক দেওয়া ৫০ হাজার  টাকা খরচ করে ফেলে বাঁকি ৫০ হাজার টাকার জন্য সাগরিকাকে চাপ সৃষ্টি করে ও  নির্যাতন করে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে শুক্রবার(১২ জুলাই) রাতে সাগরিকা আত্মহত্যা (রহস্যজনক) করে।

পরে সাগরিকার পিতা আব্দুল গাফফার যৌতুকের টাকার জন্য মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে মর্মে জারমান আলীসহ তিনজনকে অভিযুক্ত নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় জারমান আলী পলাতক ছিলেন। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ির পাশে ইমাজ উদ্দিনের আম বাগানের একটি অামগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জারমান আলী । মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে এসে জারমানের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান বলে নিশ্চিত করেছেন আড়ানী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মাসুদ রানা।

বাঘা থানার পরিদর্শক  (তদন্ত ) সোয়েব খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর শোক সইতে না পেরে কিংবা মামলার ভয়ে অথবা হতাশাগ্রস্থ  আত্মহত্যা করতে পারেন তিনি।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: