ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, গোসল করতে যাওয়ার পথে ধর্ষক জোরপূর্বক পাট ক্ষেতে ধরে নিয়ে যায়। ধর্ষণের পর হত্যা করে।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এঘটনা ঘটে। কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নিহত কিশোরী সহজ সরল । দুপুর সাড়ে বারোটার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যান। ওঁত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক পুকুর পাড়ের পাটক্ষেতে ধরে গিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা কিশোরীর ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
বিকাল পাঁচটার দিকে কিশোরীর চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে কিশোরীর বিবস্ত্র মরদেহ সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার এসআই খালিদ হাসান জানান, এ ঘটনায় আসামি শনাক্ত করে ধরার চেষ্টা চলছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :