বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় ২৫ বোতল ফেনসিডিলসহ বেলাল (৪২) নামের এক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ জুন) দুপুর ১২টায় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উৎপলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রাম থেকে বেলালকে গ্রেপ্তার করে।
বেলাল আউচপাড়া ইউনিয়নের ইন্দুপুর গ্রামের মৃত আ. সামাদের ছেলে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইন্দুপুর গ্রামে অভিযান চালায় হাটগাঙ্গোপাড়া পুলিশ ক্যাম্পের ওই অভিযান দলটি। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বেলালের বাড়িতে ফেনসিডিল রাখার গোপন তথ্য ছিলো পুলিশের কাছে। অভিযান দলটি বেলালের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।
এই সময় তার বাড়ির কাছে রাখা একটি সিএনজি গাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি সিএনজি গাড়িসহ বেলালকে গ্রেপ্তার করে পুলিশ। বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে আনা এ ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
মাদক ব্যবসায়ী বেলালের নামে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে রাজশাহীর আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :