রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেছেন, বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চা মানুষের কাছে আধুনিকতার দরজা খুলে দেয়। তিনি বলেন, শুধু অবকাঠামো নয় গুণগত শিক্ষা দিতে পারলে নানাবিধ প্রতিভা বিকশিত হবে। শনিবার বিকেলে রাজশাহীর বড়বনগ্রাম কুচপাড়ায় অবস্থিত হলি ক্রস স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা, শিক্ষা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন, জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের। যেখানে মানুষ হবে মানবিক, দক্ষ ও যোগ্য। সুতরাং আজকের শিক্ষার্থীদের মানবিক, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ তাদের হাতেই ভবিষ্যতের বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী। সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু।
সুস্থ সংস্কৃতি চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি, আগামীর উন্নত বিশ্ব গড়ার দেবে গতি প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরন করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ অধ্যক্ষ বাদশা।
আপনার মতামত লিখুন :