সাকিল (আল ফারুকী) :
গাজীপুরের শ্রীপুরে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা নির্বাচনে ঘোড়া, বই ও সেলাই মেশিনের বিজয়। গত ২১ মে ২০২৪ তারিখে গাজীপুর ৩ আসন শ্রীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৬ষ্ঠ শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়জন মহিলা ভাইস চেয়ারম্যান সাতজন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া মার্কা, আলহাজ্ব আব্দুল জলিল-বি,এ, আনারস মার্ক এবং আলহাজ্ব সাখাওয়াত হোসেন শামীম-এম,এ মোটরসাইকেল মার্কা প্রতিক নিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন।
পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান কত প্রার্থীদের ব্যাপক প্রচারণা থাকলেও শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের প্রতি ছিলো সর্ব মহলের নেতাকর্মী ও ভোটারদের আলোচনার মূল বিষয়। চেয়ারম্যান প্রার্থী তিনজনেই ছিলেন আওয়ামীলীগ নেতা। গত জাতীয় সংসদ নির্বাচনে জামিল হাসান দুর্জয় ও আব্দুল জলিল বি,এ যৌথ নির্বাচন সমন্বয়ে রুমানা আলী টুসির নৌকার পক্ষে জয় লাভ করেন। দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বি,এ এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামিল হাসান দুর্জয় দুজন।
প্রতিদ্বন্দ্বী হলে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী দু ভাগে বিভক্ত হয়ে পড়ে। এদিকে শামীম চক্ষু হাসপাতালের পরিচালক সাখাওয়াত হোসেন শামীম এম,এ সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের ছত্রছায়া নির্বাচন শুরু করেন। নির্বাচন প্রচার চলাকালীন সময়ে বহু নাটকীয় ঘটনার সাক্ষী শ্রীপুর উপজেলা নির্বাচনে শ্রীপুর উপজেলা প্রশাসন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উপহার দিলে মোট ১৪৮ কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল ৪টা পর্যন্ত। স্ব-স্ব প্রার্থীর পক্ষে নেতাকর্মী সাধারণ – ভোটার ভোট প্রদান করে। এবার ৬ষ্ঠ উপজেলা শ্রীপুর নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও – কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
নিজ দলের একক প্রার্থীগন নির্বাচনে অংশগ্রহণ করায় নির্বাচনী শেষ – ফলাফলের জন্য উপজেলা সকল জনগণ ছিল – উৎকণ্ঠায়। সমস্ত জল্পনা কল্পনা অপেক্ষা করে ১৪৮ কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতিক-৭২৬৮৭ ভোট তার – নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস -৬৭৯৯৩ ভোট পান, ফলে ঘোড়া মার্কা-৪৬৯৪ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয়লাভ করে। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফল ছাত্র নেতা হয়েও উপজেলা নির্বাচনে বিজয়ী হয়ে নতুন ইতিহাসের আরেক নাম রেকর্ড করেছে নাসির – মোড়ল বই প্রতিকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান – পদে সেলাই মেশিন মার্কায় সানজিদা রহমান বিপুল
ভোটে জয়লাভ করেন। শ্রীপুর উপজেলায় নির্বাচনকে স্বচ্ছ এবং সুন্দর করতে শ্রীপুর উপজেলা প্রশাসন RAB, গোয়েন্দা পুলিশ, পুলিশ, বিজিবি ও আনসার সহ আইনশৃঙ্খলা – সর্বস্তরের বাহিনী নির্বাচনে মোতায়েন ছিলো। ছিল ভ্রাম্যমান একাধিক মোবাইল কোর্ট। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী ফল ঘোষণার পর পর স্ব-স্ব বিজয় – প্রার্থীদের কর্মী বাহিনী আনন্দ মিছিল আতসবাজি ও মিষ্টি বিতরণ করে।
আপনার মতামত লিখুন :