নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র আজ প্রতিষ্ঠা বার্ষিকী । বাংলা টিভির’র ৮ম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
রবিবার (১৯ মে) সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভি’র রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ এবং পরিচালনা করেন ক্যামেরা পার্সন অজয় ঘোষ।
অনুষ্ঠানে রাজশাহী (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য- আসাদুজ্জামান আসাদ, জাতীয় পার্টির কেন্দ্রয় কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা- আবুল হোসেন, জাসদের রাজশাহী মহনগর সভাপতি শিবলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক- জামাত খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি- রফিকুল ইসলাম রফিক, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট ইউনিটির আহবায়ক- বদরুল হাসান লিটন, যুগ্ন আহবায়ক- মেহেদী হাসান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, বিটিভির আজিজুল ইসলাম, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, আরটিভির মোস্তাফিজ রকি, দৈনিক রাজশাহী প্রতিদিন’ এর বজলুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :