বিদ্রোহী বাংলার নব নন্দন ,
অসাধুতার হিতে ক্ষুব্ধ অনল ।
কলমের শিশে মারিব ছোবল ,
চঞ্চল , আগুনের শিখা ।
বিদ্রোহী দোসর ? গোঙ্গাও ছাবাল সভানক,
আমলার সুখে করি না ক্রন্দন ।
দেশ মাথা দিচ্ছে ছাতা _ ছাতাতেই গর্বে হারা ,
নজরে দেখি নব নন্দন _
মাধক তুমি মানুষেতে ঘেরা ।
সাইক্লোন হয়ে ঘুরবো ।
শ্যামল বাংলার মধ্য _
সোনার দেশের সোনার স্বপ্ন খর্ব হতে না দিব ।
বাংলার ভিভবশালী , দরিদ্র সবার ঘরে শিক্ষার ঘোরঘোর,
ধিকিধিকি লক্ষ্য – কোটি জীবন প্রাণে নিকোটিনে ভরপুর ।
সকল ধর্মে বলে রে _
” মাধক তুমি অধর্ম ”
অধর্ম মানে ধর্ম হিতে দুষ্কর্ম ,
দুষ্কর্ম মানে পাপ ।
পাপ মানে স্বর্গ – বেহেস্ত তমসাচ্ছন্ন ,
” মাধক তুমি অধর্ম ”
ঘোষ দাতা – গ্রহীতা সমান অপরাধী ,
আমরা ছাত্র , আমরা ফুল ,
মাদক যানবাহনে উড়াও কেন হঠাত ধোয়ার কুল ?
এজে কবে আমাদের জীবন অন্ধকারে ভরপুর ।
দূর হও দূর – দূর
জাতির পিতার স্বপ্ন তা নয় ,
অধুনাতন ,
হব অধুনাতন _
আমরা হব অধুনাতন ।
বিশ্বের বহু দেশ থেকে পিছিয়ে মোরা নহে সুশোভন,
দাঁড়াতে হবে তাদের পাশে হও কৌতূহল ।
আমি সেই বিশ্ববিদ্যালয়ের স্নেহের ভাই ,
যাদের রক্ত আছে বায়ান্ন আর মুক্তিযুদ্ধের গায় ।
বিনা কারনে কোন মানুষ অপরাধ সইবে না ,
চঞ্চল , আগুনের শিখা ।
বিদ্রোহী দুসর গোঙাও ছাবাল সভানক ,
আমালার সুখে করি না ক্রন্দন ,
আকূল সূর্যদয় আমলাদের অমিত অপলক প্রাণ লোলিত ,
খরতানে পাবক রক্ত শোভিত ।
উম্মত , বিমুখ প্রান্তরে , দিগন্ত প্লাবিত ।
দারুন ঝলকে , পলকে যাব ,
সাইক্লোন হয়ে ঘুরবো
শ্যামল বাংলার মধ্য ।
সোনার দেশের সোনার স্বপ্ন খর্ব হতে না দিব ,
” মাধক এটেনশন , এভাউট টার্ন “।
আমরা ছাত্র , আমরা ফুল
যানবাহনে প্রতিবাদে মোর মুখ হইলো চুন ।
আমরা নয় কোমলমতি শিশু _
বাংলার সকলেই বিনা কারনে হবে না পাপে লিপ্ত,
” মাদক তুমি অধর্ম ”
অধুনাতন ,
হব অধুনাতন –
আমরা হব অধুনাতন ।
” সমাপ্ত “
আপনার মতামত লিখুন :