মো. মানিক হোসেন :
রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) এর দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে পুনঃনির্বাচিত হয়েছেন সভাপতি মেহেদী হাসান শ্যামল ও নবনির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ৩টায় ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচনে অংশগ্রহণ করেন, সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, নির্বাহী সদস্য পদে ৩ জন।
নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা, ২৮ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মেহেদী হাসান শ্যামল, ২৭ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন আমির ফয়সাল, ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী, ২০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রায়হানুল ইসলাম এবং ৩৩ ভোট পেয়ে নির্বাহী সদস্য হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহান ও ২৩ ভোট পেয়েছেন শাহীন আলম।
এদিকে, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি মেহেদী হাসান শ্যামল ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আপনার মতামত লিখুন :