আসাদুজ্জামান চৌধুরী :
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আলোচনা সভার আয়োজন করে। আলোচনা শেষে ভাষা শহীদদের স্বরণে তারা পুস্প স্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান। সভায় ভাষা দিবস সম্পর্কে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক বলেন, ভাষা দিবস আমাদের জীবনে একটি জায়গা দখল করে আছে, নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেবার নজির এ দেশেই রয়েছে। তবুও আমরা ধন্য যে আমরা একটি নিজের মায়ের ভাষায় অবাধে কথা বলতে পারছি।
এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যাপের অন্যতম ভুমিকা রয়েছে। আমরা ন্যায়ের জন্য লড়ে যাচ্ছি এবং ন্যায়ের পথেই লড়ে যাবো, উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার এড. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম লিটন, যুব বিষয়ক সম্পাদক বিমল দাস, বাংলাদেশ যুব সমিতির আহবায়ক খায়রুল আলম সোহেল, বংশাল থানার সাধারণ সম্পাদক মো: রফিক প্রমুখ।সভাটি ধানমন্ডি হকার্স মার্কেটে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :