মানিক হোসেন : রাজশাহী জেলার পবা উপজেলার কর্ণহার থানায় নতুন অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথ (ওসি) যোগদান করেছেন। খিলগাঁও প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে নতুন ওসি’কে শুভেচ্ছা জানান। এই থানায় দীর্ঘদিন ধরে ওসি মোঃ ইসমাইল হোসেন কর্মরত ছিলেন।
রবিবার (২ জুলাই) কর্ণহার থানায় পূর্বের ওসি’কে বিদায় ও নতুন ওসি’কে বরণ করা হয়।
মোঃ ইসমাইল হোসেন (ওসি) অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন কর্মরত থাকায় এলাকার সাধারণ জনগণ আবেগপ্রবণ হয়ে অনেকেই কান্নায় ঢলে পড়েন। জানা গেছে, তিনি বদলি হয়ে রাজশাহী মহানগর শাহ মখদুম থানায় যোগদান করেছেন। এবং এই থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে কমল কুমার দেবনাথ (ওসি) যোগদান করেছেন।
রাজশাহী দায়িত্বে খিলগাঁও প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি মোঃ সোহেল রানা ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃআতিকুর রহমান, এনামুল ,শেখ ফরিদ, রত্না, রোজিনাসহ আরো অনেক সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে নতুন ওসি’কে ফুল দিয়ে বরণ করে নেন এবং পূর্বের ওসি’কে বিদায় জানান। মোঃ ইসমাইল হোসেন (ওসি )কে সততার সাথে এতদিন দায়িত্ব পালন করায় ফুল ও মানপত্র প্রদান করা হয়।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে নতুন ওসি কমল কুমার দেবনাথকে বরণ করে নেন। অপরদিকে পূর্বের অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন কে ফুল দিয়ে উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বিদায় জানান হয়।
আপনার মতামত লিখুন :