ঈদে মূল্যবান সবকিছু সঙ্গে নেওয়ার অনুরোধ ডিএমপির


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুন ২২, ২০২৩ । ২:৫৮ অপরাহ্ণ
ঈদে মূল্যবান সবকিছু সঙ্গে নেওয়ার অনুরোধ ডিএমপির
ডিএমপি কমিশনার গোলাম ফারুক। ফাইল ছবি

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেলে মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোন স্থানে রেখে যাওয়ার পরামর্শও দিয়েছেন ডিএমপি কমিশনার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২২ জুন) ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান।

খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোরবানির পশুরহাট বসতে দেওয়া হবে না। কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: