সর্বশেষ :

ইপি নারায়ণগঞ্জ জেলা চা আড্ডা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুন ২১, ২০২৩ । ৪:৩৩ অপরাহ্ণ
ইপি নারায়ণগঞ্জ জেলা চা আড্ডা অনুষ্ঠিত

মোহাম্মদ রোমান মিয়া, (বিশেষ প্রতিবেদক) :

গতকাল ( 20-06-2023) বৃষ্টিস্নাত দিনে ইপি নারায়ণগঞ্জ জেলা চা আড্ডা ছিল, খুব চমৎকার পরিবেশ আনন্দ-ঘন মূহুর্তের মাধ্যমে শেষ হলো ইপি চা আড্ডা।

চা আড্ডার বিশেষ আকর্ষন ছিল, এক ঝাক তরুণ তরুণী নতুন প্রজন্মের উদ্যোক্তা ও ইপি কর্নধার এডমিন রনি রহমান ভাইয়ের উপস্থিতি ও সাথে ছিলেন ইপি উপদেষ্টা ও গ্রুপ এম্বাসেডর মোহাম্মদ রোমান মিয়া , অনেক কস্ট হয়েছে রনি ভাইয়ের আসতে দিন ব্যাপি  কার্যক্রম শেষ করার পরও রাত ৮ টায় এসেছে কেবল শুধু ইপিকে ভালোবাসে বলে, কথা দিয়েছিল কস্ট হলেও আসবে তাই বৃষ্টিস্নাত দিনটিতেও এসেছিল এডমিন রনি রহমান।

এই চা আড্ডার বিশেষ অবদান ছিল ইপি সিনিয়র মডারেটর ও নারায়ণগঞ্জ এবং সিলেট জেলা উপদেষ্টা @Farjana Mukta ও নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কঠোর পরিশ্রম করে চা আড্ডার আয়োজন করেছিল @Sairat Ahmed mifta চা আড্ডাকে আরো সাফল্য মন্ডিত করেছিল চমৎকার কিছু স্পন্সর ছিল, বিশেষ করে ক্রেস্ট ও ইপি বেজ স্পন্সর করেছিল সৈরাত আহমেদ মিফতা, মজাদার সুন্দর কেক ও পুডিং স্পন্সর করেছিল সাইদা আফরিন আসরাফ, ও ভালোবাসার প্রতিক ফুলের তোরা ও ফুলের স্টিক স্পন্সর করেছিল ইপি সিনিয়র মডারেটর ফারজানা মুক্তা।

ইপি নারায়ণগঞ্জ জেলাকে আরো মজবুত ও তরান্বিত করার জন্য উদ্যোক্তা বান্ধবপ্রিয় নতুন দু’জন সহ-প্রতিনিধি নিয়োগ দেয়া হয়েছে @Esrat Jahan @ Meherun Nesa Tumpa কে আসাকরব এই দুজনের হাত ধরে আরো শক্তি শালি হবে ইপি নারায়ণগঞ্জ জেলার উদ্যোক্তারা।

আরো ভালো লেগেছিল ছোট পরিসরে উদ্যোক্তা দের পন্য প্রদর্শনী ছিল। সর্বশেষ মজাদার খাবার পরিবেশন সহ সকল উদ্যোক্তাদের নিয়ে ইপির ভবিষ্যৎ পরিকল্পনা গুলো এডমিন রনি রহমান ও ইপির উপদেষ্টা মোহাম্মদ রোমান মিয়া আলাপ আলোচনার মাধ্যমে শেষ হইছে ইপি নারায়ণগঞ্জ জেলার চা আড্ডা। 

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: