মাত্র ২০ রান যোগ করতেই অলআউট বাংলাদেশ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুন ১৫, ২০২৩ । ১২:২৯ অপরাহ্ণ
মাত্র ২০ রান যোগ করতেই অলআউট বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথমদিন যেখানে শেষ করেছিলো বাংলাদেশ, আজ দ্বিতীয় দিনের শুরুটা করলো ঠিক যেন তার উল্টো দিক থেকে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন প্রথম দিন শেষ করা বাংলাদেশ দ্বিতীয় দিনে আর মাত্র ২০ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি ৫ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রানেইম অলআউট হয়ে যায় টাইগাররা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিলো বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৩৮২ রান তুলেছে বাংলাদেশ। আগেরদিন ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান তোলা বাংলাদেশ দ্বিতীয়দিন মাত্র ৭ ওভার ব্যাট করে ২০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায়।

আগেরদিন নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি আর মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটিতে ভর করেই বড় রানের দিকে এগোতে থাকে বাংলাদেশ। পরে মিডল অর্ডার ব্যর্থ হজলেও মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ মিলে ভালো অবসস্থানে থেকেই দিন শেষ করে বাংলাদেশ।

আগেরদিন ৪১ রানে থাকা মুশফিক এদিন সকালে ফিরে গেছেন ৪৭ রানেই, আর মিরাজ আগেরদিনের ৪৩ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান।

এরপর লোয়ার অর্ডারের কেউই আর দাঁড়াতে না পারলে ৩৮২ রানেই অলআউট হয় লিটন দাসের দল। আফগানিস্তানের হয়ে অভিষিক্ত পেসার লিজাত মাসুদ ১৬ ওভারে ৭৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: