মোঃ জাহিদ ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদ।
আজ সন্ধ্যা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেট থেকে শুরু করে তালাইমারী রাজশাহী আওয়ামী কর্মকর্তা পরিষদের নেতা কর্মীরা নৌকা প্রতীক বিজয়ী করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী আওয়ামী কর্মকর্তা পরিষদ প্রতিদিন বিদ্যালয়ের পাশাপাশি ২৬, ২৭, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তারা নৌকার ভোট চাইছেন। মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার লিফলেট বাড়িতে বাড়িতে, অফিসে, দোকানে, রাস্তার মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায় বিতরণ করছে ।
এ সময় তারা বলেন রাজশাহীতে এইচএম খায়রুজ্জামান লিটন ব্যাপক উন্নয়ন করেছে তাদের স্লোগান এবার রাজশাহীতে হবে কর্মসংস্থান এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন , সাংগঠনিক সম্পাদক রানাউল করিম রানা প্রচার সম্পাদক সুবোধ কুমার ঘোষ , ও অন্যান্য পরিষদের সদস্য বৃন্দ ।
আপনার মতামত লিখুন :