মোঃ মানিক হোসেন : “গুজব-অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন,নৌকার পক্ষে থাকুন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুজব বিরোধী সমাবেশ করেছে রাজশাহী জেলা ও মহানগর থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ।
শনিবার (১০ জুন) শনিবার সন্ধ্যা ৭টায় হাদির মোড় বাঁধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং স্টুডেন্ট ফ্রন্টের সাবেক সভাপতি সামিয়া খাতুন বিথী’র সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক জননেতা আসাদুজ্জামান আসাদ।
বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, জেলা সহ সভাপতি এডভোকেট জোছনা খাতুন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, নির্মূল কমিটির মহিলা ইউনিটের সভাপতি আলিমা খাতুন লিমা, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম মুন্নি, নির্মূল কমিটির ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু।
আবারও সিটি নির্বাচন কে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষদেরর মাঝে বলা হচ্ছে হাতপাখা মার্কায় ভোট দিলে একটা হজের সওয়াব পাওয়া যাবে। যা পুরোপুরি ভিত্তিহীন একটি বক্তব্য।
নদী পাড়ের বস্তিবাসীদের বলা হচ্ছে; তাদের বস্তি উচ্ছেদ করা হবে। রাজশাহীতে তাদের আর থাকতে দেওয়া হবে না। বস্তি উচ্ছেদ করে সেখানে রিভার সিটি তৈরি করা হবে। হোটেল নির্মাণ করা হবে।
এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন তার ইশতেহারে স্পষ্টতই বলেছেন; ‘রিভার সিটি তৈরি করা হবে নদীর মাঝখানের চরে।’
সমাবেশের প্রধান অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন; ‘সত্য সবসময় বাস্তব। গুজব সবসময়ই অবাস্তব। গুজবে কেউ কান দেবেন না। যারা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়, আপনারা তাদের প্রতিহত করুন।’
বিশেষ অতিথি অধ্যক্ষ কামরুজ্জামান বলেন; ‘যারা ধর্মের দোহাই দিয়ে আপনাদের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করছে তাদের চিহ্নিত করুন। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা সচেতন হোন। আশেপাশের মানুষকে সচেতন করুন।’
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব তামিম শিরাজী বলেন; ‘সাবেক সফল মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন ইতিমধ্যেই রাজশাহীর নান্দনিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছেন। তবুও আমরা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। এসকল অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তন এবং তরুণ সমাজের কর্মসংস্থান এর জন্য খায়রুজ্জামান লিটন কে নৌকা প্রতীকে নির্বাচিত করুন।’ ভোট আসলেই গুজবের বিষয়টি আমরা বেশি লক্ষ্য করছি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়,সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার,স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক,সহ সভাপতি মাহফুজ হোসেন,নাফিউল হক নাফিউ প্রমুখ।
আপনার মতামত লিখুন :