প্রকাশ্যে এল কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩ । ৪:০০ অপরাহ্ণ
২৫ মে কর্ণ জোহরের জন্মদিন। এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল পরিচালকের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রথম ঝলক। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট।
তাঁদের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে টলিপাড়া থেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
এ যাবৎ নির্মাতাদের তরফে এই ছবি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলা নিষেধ ছিল। বিভিন্ন সময়ে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছে, টোটা এবং চূর্ণী কি ছবিতে বাঙালি চরিত্রেই অভিনয় করেছেন? তাঁদের সম্পর্ক কী রকম? না, দুই অভিনেতাই এত দিন এ নিয়ে মুখ খোলেলনি।
তবে বৃহস্পতিবার প্রযোজনা সংস্থার তরফে এই ছবিতে তাঁদের যে ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, তা দু’জনের চরিত্রের বিষয়ে ধোঁয়াশা কাটিয়েছে। রনধওয়া এবং চট্টোপাধ্যায়— এই দুই পরিবারের গল্প নিয়েই ছবি।
সেখানে চট্টোপাধ্যায় পরিবারের চরিত্রদের মধ্যে দেখা যাচ্ছে আলিয়াকে। অভিনেত্রীর দু’পাশে বসে রয়েছেন টোটা এবং চূর্ণী। অর্থাৎ এই প্রথম কোনও বাঙালি চরিত্রে দর্শক দেখবেন আলিয়াকে। অনুমান করা যায় আলিয়ার অভিভাবকের চরিত্রেই রয়েছেন দুই বাঙালি শিল্পী।
Like this:
Like Loading...
Related
আপনার মতামত লিখুন :