তীব্র গরম, কল থেকে বার হচ্ছে ফুটন্ত জল। শত কষ্ট হলেও শুটিং জারি। উত্তরপ্রদেশে শুটিং চলছে বিরসা দাশগুপ্তের নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর।
যে ছবির মাধ্যমে প্রথম বার ব্যোমকেশ রূপে দর্শক দেখতে পাবেন দেবকে। সত্যবতী হচ্ছেন রুক্মিণী মৈত্র। শুটিংয়ের ফাঁকে বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করে চলেছেন দেব।
এক দিকে যখন অন্য রাজ্যে শুটিংয়ে ব্যস্ত দেব এবং রুক্মিণী, অন্য দিকে কলকাতায় ঘটে চলেছে একের পর এক ঘটনা।
কয়েক দিন আগে দেবের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর ইউটিউব চ্যানেল হ্যাক়্ড হয়েছে। সোমবার রাতে নিজের ফেসবুক পেজ হ্যাক্ড হওয়ার কথা সকলকে জানিয়েছেন রুক্মিণী।
আপনার মতামত লিখুন :