গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে গিলের সেঞ্চুরিতে গুজরাট ৬ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরুকে। এই হারে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠস্থানে থেকে এবারের আইপিএল শেষ করলো কোহলির ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর হারেই প্লে-অফ নিশ্চিত হয় মুম্বাইয়ের।
দিনের প্রথমে ম্যাচে সানরাইরার্জ হায়দারাবাদকে ৮ উইকেটে হারিয়ে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুম্বাই ইন্ডিয়ান্স।
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৬৭ রানের সূচনা পায় ব্যাঙ্গালুরু। জুটিতে ১৯ বলে ২৮ রান করে আউট হন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে ইনিংসের শেষ ওভারে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন কোহলি।
আইপিএলের ইতিহাসে সপ্তম শতকে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন তিনি। এতে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ৬ সেঞ্চুরির রেকর্ড।
রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ১০১ রান করেন কোহলি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। গুজরাটের আফগানিস্তানী স্পিনার নূর আহমেদ ২ উইকেট নেন।
জবাবে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় গুজরাট। দ্বিতীয় উইকেটে ৭১ বলে ১২৩ রানের জুটি গড়ে গুজরাটকে লড়াইয়ে রাখেন গিল ও বিজয় শঙ্কর। ৩৫ বলে ৫৩ রানে শঙ্কর আউট হলেও, গুজরাটকে জয়ের পথে রাখেন গিল। শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে গুজরাটের জয় নিশ্চিতের পাশাপাশি টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন গিল।
৫টি চার ও ৮টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ১০৪ রান করেন গিল। ব্যাঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।
প্লে-অফের কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে পযেন্ট টেবিলের শীর্ষ দুই দল গুজরাট ও চেন্নাই সুপার কিংস। এলিমিনেটরে লড়বে টেবিলের তৃতীয় স্থানে থাকা লক্ষেèৗ সুপার জায়ান্টস ও চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। আগামীকাল ও পরশু যথাক্রমে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :