মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস এর তথ্য অনুসারে, গতকাল রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, গত এক সপ্তাহে ১১ মে থেকে ১৭ মে এর মধ্যে ১০,৬৭৯ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা।
এর মধ্যে ৫,৬৭৯ জন আবাসন আইন লঙ্ঘন, ৩,৬১৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন, ১,৩৬৯ জন শ্রম আইন লঙ্ঘন এবং ৫৯১ জনকে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৬ জনকে আটক করা হয়।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ এবং প্রবেশের চেষ্টা বা সহায়তা করলে ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আপনার মতামত লিখুন :