আইন লঙ্ঘন করার জন্য সৌদি আরবে ১০ হাজার ৬’শ অভিবাসী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২২, ২০২৩ । ৬:০০ অপরাহ্ণ
আইন লঙ্ঘন করার জন্য সৌদি আরবে ১০ হাজার ৬’শ অভিবাসী গ্রেপ্তার

গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘন করার জন্য ১০,৬০০ জনেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস এর তথ্য অনুসারে, গতকাল রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, গত এক সপ্তাহে ১১ মে থেকে ১৭ মে এর মধ্যে ১০,৬৭৯ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা।

এর মধ্যে ৫,৬৭৯ জন আবাসন আইন লঙ্ঘন, ৩,৬১৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন, ১,৩৬৯ জন শ্রম আইন লঙ্ঘন এবং ৫৯১ জনকে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৬ জনকে আটক করা হয়।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ এবং প্রবেশের চেষ্টা বা সহায়তা করলে ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: