রাজশাহীতে পালিত হল বিশ্ব মেট্রোলজি দিবস


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২০, ২০২৩ । ৬:৪৬ অপরাহ্ণ
রাজশাহীতে পালিত হল বিশ্ব মেট্রোলজি দিবস

মোঃ মানিক হোসেন :

ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মেট্রোলজি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। এই দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের রাজশাহী বিভাগীয় অফিসে এই দিবসটি পালন করা হয়েছে।

শনিবার (২০ মে) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় বিএসটিআইয়ের আয়োজনে এই দিবসটি ঘিরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহীর বিএসটিআইয়ের উপ-পরিচালক (সিএম) ও বিভাগীয় অফিস প্রধান ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্ব করেন।

রাজশাহী বিএসটিআইয়ের পেশ ইমাম ইয়াহিয়ার কুরআন তেলওয়াত ও উৎপল কুমারের গীতা পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

বিশ্ব মেট্রোলজি দিবসের এই আলোচনা সভায় বক্তব্য দেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) যুগ্ম-সচিব মোঃ ইমতিয়াজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী ( জ্যোতি), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরিচালক (অতি. দায়িত্ব) ড. মোঃ সেলিম খান।

আলোচনা সভায় বক্তারা জানান, সকলের জন্য খাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বব্যাপি নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে খাদ্য নিশ্চিত করা এখন পর্যন্ত প্রতিটি সরকারের নিকট অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৩ এ আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক খাদ্য ব্যবস্থাকে কার্যকর করার উদ্দেশ্যে পরিমাপ সম্পর্কিত চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা হয়েছে। এটি এখন স্বীকৃত যে প্রাকৃতিক সম্পদের হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক খাদ্য ব্যবস্থার জন্য প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুধামুক্ত বিশ্ব এবং নিরাপদ পানির সার্বজনীন সহজলভ্যতা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বব্যাপি অংশীজনদের সাথে নিয়ে এবারের বিশ্ব মেট্রোলজি দিবস পালনের জন্য উম্মুখ হয়ে আছে বিএসটিআই।

মূল প্রবন্ধ উপস্থাপননে উপ-পরিচালক (সিএম) ও বিভাগীয় অফিস প্রধান ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপক প্রসার ঘটছে। যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন, শিল্পবান্ধব নীতি ও কর্মসূচী বাস্তবায়ন, বিনিয়োগ সহায়ক কর ও শুল্ক কাঠামো নির্ধারণ, সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ প্রণোদনা প্রদানসহ বর্তমান সরকার গৃহীত নানামুখী উদ্যোগের ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। এদেশের অভ্যনরাই ভোগোষ্ঠী এবং বিপুল সম্পদ বিনিয়োগের সম্ভাবনাকে আরও উজ্জীবিত করছে। পাশাপাশি ৪র্থ শিল্প বিপ্লবের ফলে আনভিত্তিক ও হাইটেক শিল্পায়নের ধারা জোরদারের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং শিল্প স্থানান্তরের অপার সম্ভাবনা তৈরি হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত রূপকল্প ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রূপান্তরের লক্ষ্যে গৃহীত কর্মসূচী বাস্তবায়নে শিল্প মাণালয়ের প্রত্যক্ষ ভাবধানে বিএসটিআই কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশে উৎপাদিত পণ্যের গ্রহণযোগ্যতা ব্যতীত শিল্পের বিকাশ সম্ভব না। দেশি পণ্যের মান উন্নয়ন ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতা অর্জনের জন্য বিএসটিআইতে চলমান থাকবে।

পরিশেষে বিএসটিআই’র সকল কার্যক্রমকে সফলভাবে পরিচালনার নিমিত্তে সকলের সহযোগীতা কামনা করেছেন। সেই সাথে রাজশাহী বিভাগীয় অফিসের প্রধান হিসেবে অত্র বিভাগে সকল স্টেকহোল্ডারদের বিএসটিআই’র সার্বিক কর্মকান্ডে সহযোগিতা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: