আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত : ৪, আহত : ২৮


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩ । ৩:০৩ অপরাহ্ণ
আলাবামায় জন্মদিনের উৎসবে গুলি হামলায় নিহত : ৪, আহত : ২৮

আলাবামায় একটি জন্মদিনের অনুষ্ঠানে শনিবার রাতে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই কিশোর। কর্মকর্তারা বলেছেন,এটি আমেরিকায় বন্দুকের গুলিতে সর্বশেষ সহিংস ঘটনা।

স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী মন্টগোমারির উত্তর-পূর্বে ছোট শহর ডেডেভিলে একটি ডান্স স্টুডিওতে এক সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালানো হয়। খবর এএফপি’র।

আলাবামার আইন প্রয়োগকারী এজেন্সির (এএলইএ) মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট রোববার সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছে এবং বিপূল সংখ্যক আহত হয়েছে।’

তিনি পরে উল্লেখ করেছেন যে ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কিন্তু কীভাবে গুলি হামলাটি চালানো হয়েছিল বা কেন সে সম্পর্কে বার্কেট আর  কোনও বিশদ বিবরণ দেয়নি।
প্রায় ৩,০০০ বাসিন্দার ছোট সম্প্রদায় সম্পর্কে অ্যালেন বলেন, ‘সবাই  শোকাহত।’

প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলা সম্পর্কে জানানো হলে, তিনি বলেন, বন্দুক সহিংসতায় নিহত তরুণ আমেরিকানদের জন্য জাতি আবার শোকাহত।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: