প্রেমিকাকে বিয়ে করার ভয়ে ইচ্ছা করে চুরি করতে গিয়ে ধরা দিয়েছে পুলিশের হাতে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩ । ২:৩৭ অপরাহ্ণ
প্রেমিকাকে বিয়ে করার ভয়ে ইচ্ছা করে চুরি করতে গিয়ে ধরা দিয়েছে পুলিশের হাতে
প্রতীকী ছবি

একটি চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু চোরের মুখে চুরির আসল কারণ জানার পর হাসতে হাসতে গড়াগ়ড়ি খেলেন পুলিশকর্মীরা।

প্রেমিকা বিয়ে করতে চান না। তাই বিয়ে এড়াতে চুরি করে স্বেইচ্ছায় জেলে গেলেন যুবক। ঘটনাটি ঘটেছে চিনের সাংহাই শহরে। চুরির অভিযোগে পুলিশ ওই যুবককে আটক করেছে। তবে যুবকের কাছ থেকে চুরি করার কারণ জানার পর হাসিতে গ়ড়াগড়ি খেলেন পুলিশকর্মীরাও।

সাংহাই শহরের হুয়াশান রোডের একটি নাচের স্টু়ডিয়ো থেকে ব্লুটুথ স্পিকার চুরি হয়। যার বাজার মূল্য প্রায় ২১ হাজার টাকা। চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে চেন নামে ওই যুবককে আটক করে পুলিশ। থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। কেন চুরি করছেন চেন, তা জানতে চান পুলিশকর্মীরা।

চেন জানান, প্রেমিকার সঙ্গে সাতপাকে ঘুরতে চান না। কিন্তু সে কথা সরাসরি প্রেমিকাকে বলতে পারছিলেন না। তাই অনেক কিছু ভেবে চুরির ফন্দি আঁটেন তিনি। তবে তিনি চাননি, তাঁর এই পরিকল্পনার কারণে কেউ বড় কোনও ক্ষতির মুখে পড়ুক। সে কারণে স্পিকার চুরি করেন। চেন ভেবেছিলেন, চুরি করলে পুলিশ ঠিক তাঁকে ধরে ফেলবে। আর তা না হলে নিজেই আত্মসমর্পণ করবেন। চুরির অভিযোগে জেলে গেলে প্রেমিকা আর তাঁকে বিয়ে করতে চাইবে না। তবে সেই পরিকল্পনা পুরোপুরি সফল হল কি না, তা এখনও জানা যায়নি। কারণ শেষ পর্যন্ত তাঁর প্রেমিকা বিয়ে ভাঙলেন কি না, তা স্পষ্ট নয়।

 

আপঅ

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: