নাম বদলে শাহরুখ হয়েছিলেন অভিনব! নেপথ্যের সত্যিটা কী?


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩ । ৩:১৩ অপরাহ্ণ
নাম বদলে শাহরুখ হয়েছিলেন অভিনব! নেপথ্যের সত্যিটা কী?

শাহরুখ খান নাম বদলে হয়েছিলেন অভিনব। হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন নাকি এক সময়! প্রকাশ্যে আসল সত্য।

শাহরুখ খান ও গৌরী খান বলিউডের এক নম্বর দম্পতি। প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবন তাঁদের। তবে শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। এমনকি, তাঁদের দাম্পত্য জীবনের গল্প একাধিক বার অনুরাগীদের সামনে উঠে এসেছে। পঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। তবে ধর্ম কোনও দিনই তাঁদের ভালবাসায় অন্তরায় হতে পারেনি। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল গৌরীর পরিবারের। সেই সময় উপায় বার করেন যুগল। হিন্দু হওয়ার জন্য নাম বদলে রাখা হয় অভিনব।

ভিন্‌ধর্মের ছেলে শাহরুখ। অভিনেতা হওয়ার ইচ্ছে যে ছেলের, তাঁর সঙ্গে বিয়ে দিতে রাজি হবেন না বাবা-মা, ধরেই নেন গৌরী। সেই সময় ২৬-এ পা দিয়েছেন শাহরুখ, গৌরী তখন ২১। সেই সময় পরিবারে সঙ্গে শাহরুখের আলাপ করান অভিনব নাম করেই। যাতে বাড়ির লোক ভাবেন, তিনি হিন্দু। গৌরীর কথায়, ‘‘মা-বাবা যাতে রাজি হন, সেই কারণেই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিয়ে যায়। যদিও পরে সবাই সবটা জানতেই পারেন। আসলে গোটাটাই ভীষণ শিশুসুলভ ব্যাপার।’’

গৌরী বা শাহরুখ, দু’জনেই একে অপরের ধর্মকে সম্মান জানান। কেউ কাউকে কোনও কিছুতে জোরাজুরি করেননি এখনও পর্যন্ত। আর বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে যতটা ভালবাসা ও আদর শাহরুখ পান, গৌরী নিজেও বাবা-মায়ের থেকে তা পান না। এ কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা। এ ভাবেই তিন সন্তান নিয়ে ৩০ বছরের দাম্পত্য শাহরুখ-গৌরীর।

 

আপঅ

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: