মেসির সই গোপনাঙ্গে ট্যাটু করিয়েছেন ব্রাজিলিয়ান মডেল সুজি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩ । ১:৪৮ অপরাহ্ণ
মেসির সই গোপনাঙ্গে ট্যাটু করিয়েছেন ব্রাজিলিয়ান মডেল সুজি

ব্রা়জিলের মিস বামবাম প্রতিযোগীতার বিজয়িনী সুজ়ি মেসির ভক্ত। মেসি ছাড়া আর কিছুই বোঝেন না তিনি। তাঁর সারা শরীর জুড়ে মেসির নাম। এ বার তাঁর গোপনাঙ্গেও দেখা গেল মেসির সই।

লিওনেল মেসি ও তাঁর ক্লাব প্যারিস সঁ জরমঁ-এর বড় ভক্ত সুজ়ি কর্টেজ। তাঁর সারা শরীর জুড়ে মেসির নামের ট্যাটুতে ভর্তি। ব্রাজিলের মিস বামবাম প্রতিযোগীতার বিজয়িনী সুজ়ি মেসির সব কিছুকেই সমর্থন করেন। সম্প্রতি নিজের শরীরে মেসির নামে অষ্টম ট্যাটুটি করিয়ে ফেলতে চলেছেন তরুণী।

এ বার শরীরের গোপনাঙ্গে মেসির নাম খোদাই করে অনুরাগীদের নজর কেড়েছেন সুজ়ি। এ নিয়ে অষ্টম বার মেসির সম্পর্কিত ট্যাটু করালেন তিনি। হাত-পায়ে নয়, এ বার নিতম্বে মেসির সই আর জার্সি নম্বরের ট্যাটু করালেন বছর ৩৫-এর তরুণী।

কেন শরীরে মেসির নাম খোদাই করলেন তরুণী? তিনি বলেন, ‘‘আমি মেসিকে বড় ভালবাসি। আগেই ভেবেছিলাম একটা ‘সুপার ট্যাটু’ করাব। আমি চাই মেসির ভক্তরা আমাকেও চিনুন। মেসির নজরে আসতে চাই আমি।’’

নিজের তলপেটে মেসির ছবি ট্যাটু করিয়েছেন সুজ়ি।নিজের তলপেটে মেসির ছবি ট্যাটু করিয়েছেন সুজ়ি। ছবি: সংগৃহীত।

নিজের তলপেটে মেসির ছবি ট্যাটু করিয়েছেন তিনি, মেসি ষষ্ঠম বার ব্যালন ডি’অর জয়ী হওয়ার পর এই ট্যাটুটি করান তিনি। মেসির পায়ের ট্যাটুটিও হুবুহু নকল করে শরীরে এঁকেছেন। এ বার নিতম্বে লিখে নিলেন মেসির নাম। সুজ়ি বলেন, ‘‘মেসির সঙ্গে আমার এক বারই সামনাসামনি দেখা হয়েছিল। তবে আমি জানি, মেসি আমার ব্যাপারে খবর রাখেন। বার্সালোনায় খেলে আমার কয়েক জন বন্ধু আছেন, যাঁরা আমাকে জানিয়েছেন সে সব কথা।’’

 

আপঅ

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: