সর্বশেষ :

পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক ক্যামেরা থাকছে শাওমি ১৩ আল্ট্রাতে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩ । ২:৫৭ অপরাহ্ণ
পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক ক্যামেরা থাকছে শাওমি ১৩ আল্ট্রাতে

বহুল প্রত্যাশিত পরবর্তী প্রজন্মের শাওমি ১৩ আল্ট্রা স্মার্টফোনটি বাজারে আসার অপেক্ষায় আছে। বিখ্যাত ক্যামেরা ব্র্যান্ড লাইকার সহযোগিতায় হ্যান্ডসেটটির ক্যামেরা সিস্টেম তৈরি করা হয়েছে। সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) এর সার্টিফিকেশনের মাধ্যমে এটি জানা যায় যে, ব্র্যান্ডটি আন্তর্জাতিক বাজারে শাওমি ১৩ আলট্রা স্মার্টফোনটি রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে।

স্মার্টফোনটির দুর্দান্ত ক্যামেরা সিস্টেমের কিছু ছবি ফাঁস হয়েছে। ছবি দেখে মনে হচ্ছে যে, এবার শাওমির ক্যামেরায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সম্ভবত ক্যামেরা হবে হ্যান্ডসেটের মূল ফিচার।

স্মার্টফোনটির ব্যাক প্যানেলের দিকে তাকালে দেখা যায় যে, একটি গোলাকার আকৃতি বসিয়ে দেওয়া হয়েছে। সেখানে চারটি লেন্সের পাশাপাশি অনেক সেন্সর যোগ করা হয়েছে। ক্যামেরা লেন্সের মধ্যে টেলিফটো লেন্স রয়েছে।

ওই গোলাকার অংশের ভেতর ক্যামেরা সিস্টেমের পাশাপাশি পিছনের মাইক্রোফোন, ফ্লাশ সিস্টেম, এবং ফোকাসিং সেন্সর বসানো হয়েছে। এটির উপরের দিকে লাউড স্পিকার রাখা হয়েছে এবং পাশাপাশি অতিরিক্ত মাইক্রোফোনের জন্য জায়গা রাখা হয়েছে।

সব মিলিয়ে শাওমি একটি ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে। তাদের রিলিজ করার নতুন স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফির জন্য বেশ ভালো হবে।

যেসব ব্যবহারকারীদের প্রযুক্তি নিয়ে অনেক আগ্রহ আছে তারা স্মার্টফোনটি চয়েস করতে পারেন। শাওমি ১৩ আল্ট্রা স্মার্টফোনটি লাইকার ৪টি ক্যামেরা দিয়ে সজ্জিত করা হবে।

হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামরা থাকবে। পাশাপাশি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, জুম লেন্স এবং টেলিফটো লেন্স সংযুক্ত করা হবে। ১০ গুন পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পাবেন এখানে।

পাশাপাশি স্মার্টফোনটিতে ফাইভ-জি কানেকশন, ব্লুটুথ, ওয়াইফাই এবং এনএফসি সাপোর্ট পাওয়া যাবে। শাওমি বা লাইকা থেকে স্মার্টফোনটির স্পেসিফিকেশনের বিস্তারিত এখনো পাওয়া যায়নি।

এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসার ফলে ফাঁস হওয়া যে সব তথ্য পাওয়া গেছে তা পুরোপুরি সত্য নাও হতে পারে। তবে শাওমি এবং লাইকা একে অপরকে সহযোগিতা করে স্মার্টফোনের দুনিয়ায় একটি নতুন উদাহরণ তৈরি করছে।

 

জেড/বা

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: