নোকিয়ার নতুন ইউআই থাকছে না নোকিয়া ফোনে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩ । ১২:২৯ অপরাহ্ণ
নোকিয়ার নতুন ইউআই থাকছে না নোকিয়া ফোনে
প্রতীকী ছবি

চলতি বছর স্মার্টফোন কোম্পানি নোকিয়া তাদের লোগো বদল করেছিল। এবার তারা নতুন ইউআই- এর ঘোষণা দিয়েছে। নতুন ইউ আইকে তারা নোকিয়া ক্লিন বলছে। তবে এইচএমডি গ্লোবাল যে নোকিয়া মডেলগুলো প্রস্তুত করেছে সেগুলোতে থাকছে না এই ইউজার ইন্টারফেস।

 

নোকিয়া বহুদিন ধরেই স্মার্টফোন বাজারে ধুকে ধুকে টিকে আছে। তারা নতুন কিছু করার চেষ্টাও করছে অনেকদিন। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনে ইউজার ইন্টারফেস নিয়ে এসেছে তারা। শীঘ্রই বাণিজ্যিকভাবে বিভিন্ন মোবাইলে ইন্টারফেসটি দেওয়া হবে। কিন্তু পুরনো মডেলে পাচ্ছেন না ব্যবহারকারীরা। ইতোমধ্যে এ নিয়ে হতাশা জানিয়েছেন অনেকে। তবে অনেকেই অপেক্ষা করছেন নতুন ইউ আই এর ফিচার দেখার জন্য৷

 

জেড/বা

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: