প্রযুক্তি দুনিয়ার অনেকেই ডিসকোর্ডকে গেমারদের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে থাকে। তবে এ কথা পুরোপুরি সত্য নয়। এটি এমন একটি টেক্সট এবং ভিডিও চ্যাটিং প্লাটফর্ম যেখানে পাবলিক এবং প্রাইভেট কমিউনিটির মধ্যে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। এ সার্ভিস ব্যবহার করার ক্ষেত্রে কোন অর্থ প্রদান করতে হয় না।
তবে এ প্ল্যাটফর্মে গেমারদের সংখ্যাই বেশি। যারা গেমিং কমিউনিটির সদস্য তারা ভয়েস, ভিডিও এবং টেক্সটের মাধ্যমে ফ্যাক্ট আদান প্রদান করে থাকে। তবে গেমার বাদেও অন্যরা নিজেদের কমিউনিটির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে এ প্লাটফর্ম ব্যবহার করতে পারে।
আপনি যদি গেমিং কমিউনিটির সদস্য হয়ে থাকেন তাহলে আপনার স্টিম বা প্লে-স্টেশন অথবা এক্সবক্স একাউন্ট ডিসকোর্ডের সাথে সংযুক্ত করতে পারবেন। আপনার গেমিং অভিজ্ঞতার সব ভিডিও কমিউনিটির সঙ্গে শেয়ার করতে পারবেন।
তবে যারা স্টুডেন্ট তারা ক্লাসমেটদের সাথে যোগাযোগ করার জন্য অথবা বড় পরিবার হলে সবাইকে একসাথে অনলাইনে সুন্দরভাবে যোগাযোগ করার জন্য এ প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।
অ্যান্ড্রয়েড এর প্লে স্টোর থেকে ডিসকোর্ড এপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অথবা ডেক্সটপ ব্রাউজারে সরাসরি ডিসকোর্ড ব্যবহার করার সুযোগ রয়েছে।
ডিসকোর্ডের ভিডিও চ্যাট ফিচার জুম মিটিং এর শক্তিশালী অল্টারনেটিভ হতে পারে। প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করার পর বামদিকে সেসব সার্ভারের তালিকা দেখতে পারবেন যেখানে আপনি জয়েন করেছেন।
আপনি ফ্রি মেম্বার হয়ে থাকলে সর্বোচ্চ ১০০টি সার্ভারে সংযুক্ত থাকতে পারবেন। এসব সার্ভারে আপনি নতুন কাউকে সদস্য হিসেবে যোগ করতে পারবেন এবং বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন অথবা ভিডিওতে সংযুক্ত হতে পারবেন।
একটি সার্ভারে সর্বোচ্চ ৫ লক্ষ সদস্য সংযুক্ত হতে পারবে। ধরুন আপনি পিসিতে একটি গেম খেলছেন। আপনার অন্য বন্ধু প্লেস্টেশন বা এক্সবক্সে একই গেম খেলছে। তখন আপনারা ভিডিও এর লাইভ অংশ একে অপরের সাথে শেয়ার করতে পারবেন।
পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দেওয়া থাকবে এরকম সার্ভার ব্যবহার করতে পারবেন। আপনার অফিসের গুরুত্বপূর্ণ তথ্য কমিউনিটির সঙ্গে শেয়ার করার জন্য পাসওয়ার্ড প্রোটেকটেড সার্ভার কাজে লাগে। বন্ধুরা মিলে একসাথে নেটফ্লিক্স এ সিনেমা উপভোগ করতে চাইলে ডিসকোর্ড বেশ কার্যকরী প্ল্যাটফর্ম।
জেড/বা
আপনার মতামত লিখুন :