জেনে নিন কোন গাছের রস মুহূর্তের মধ্যে কমিয়ে দেবে দাঁতের ব্যথা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩ । ২:১৫ অপরাহ্ণ
জেনে নিন কোন গাছের রস মুহূর্তের মধ্যে কমিয়ে দেবে দাঁতের ব্যথা

দাঁতের ব্যথা সমস্যায় অনেকে ভুগে থাকেন। তবে আপনি জানেন কী? দাঁত ভালো রাখতে সবচেয়ে ভালো কাজ করে কুসুম গরম লবণ পানি। রাস্তার ধারে অনেক সময় এই গাছের দেখা মেলে। যত্ন ছাড়াই বেড়ে ওঠে এ গাছ। বেগুনি ফুটফুটে। এই গাছের ফুল, পাতা, ছাল সবই ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়।

আমরা অনেকেই জানি না আকন্দ ফুলের গাছ ঠিক কতটা উপকারী। কাঁঠাল পাতার মতো বড় বড় আকারের পাতা হয় আকন্দ গাছে। তারই মাঝে ফুটে থাকে ফুল।

আসুন জেনে নিই আকন্দ গাছের উপকারিতা-

১. প্রচণ্ড দাঁতে ব্যথা মুহূর্তে কমিয়ে দিতে পারে আকন্দের কষ। তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগাতে হবে। ব্যথা কমে যাবে।

২. শরীরের কোনো জায়গায় দূষিত ক্ষত হলে সেখানে আকন্দ পাতা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে দিলে পুঁজ হয় না।

৩. পা মচকে গেলে বা শরীরে চোটজনিত প্রচণ্ড ব্যথায় আকন্দ পাতা দিয়ে গরম শেঁক দিলে ব্যথা কমে।

৪. দূষিত পোকামাকড় কামড়ালে জ্বালা কমাতে আকন্দ পাতা ব্যবহার করতে পারেন।

৫. আকন্দের আঠার সঙ্গে চারগুণ সর্ষের তেল মিশিয়ে গরম করে তার সঙ্গে কাঁচাহলুদের রস মিশিয়ে খোস পাচড়ায় লাগালে উপকার পাওয়া যায়।

৬. আকন্দের মূল গুঁড়ো করে খেলে খিদে বৃদ্ধি পায়। তবে দুই গ্রামের বেশি খাওয়া যাবে না।

 

জেড/বা

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: