বিচার বিভাগের অচলাবস্থায় ইসরাইল ‘এই পথে ক্রমাগত চলতে পারে না’ : বাইডেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩ । ১:৩৮ অপরাহ্ণ
বিচার বিভাগের অচলাবস্থায় ইসরাইল ‘এই পথে ক্রমাগত চলতে পারে না’ : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি একেবারে বিতর্কিত বিচারিক সংস্কারের জন্য চাপ প্রয়োগ ‘অব্যাহত রাখতে পারে না।’ ইসরাইলের এ ধরনের পদক্ষেপে দেশে কয়েকমাস ধরে অস্থিরতার এবং তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। খবর এএফপি’র।

বাইডেন নর্থ ক্যারোলিনা সফরকালে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে ইসরাইলের অনেক শক্তিশালী সমর্থকদের মতো আমি খুব উদ্বিগ্ন। তারা এই পথে ক্রমাগত চলতে পারে না এবং আমি তা স্পষ্টভাবে বলে দিয়েছি।’

বাইডেন বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনভাবে কাজ করবেন যাতে তিনি সত্যিকারের আপস করার চেষ্টা করবেন। তবে এটি দেখা ঘাটতি আছে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি ইসরাইলি নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন না। তিনি বলেন, অন্তত এক্ষুণি ইসরাইলি নেতাকে আমন্ত্রণ জানানোর কোন সম্ভাবনা নেই।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: