সর্বশেষ :

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে ২শত শিশুর ফ্রী চক্ষু চিকিৎসা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩ । ১:২৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে ২শত শিশুর ফ্রী চক্ষু চিকিৎসা

মো: জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“দৃষ্টি সকলের অধিকার, চক্ষু পরিচর্যা সবার জন্য” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

শুক্রবার (১৭ মার্চ ২০২৩) সকালে জেলা শহরের বালিগ্রামে অবস্থিত বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত এ চক্ষু হাসপাতালের ভবনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য কামাল উদ্দিন মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা জনাব ইউসুফ আলী, হিসাবরক্ষক আব্দুল মোবিন।

অত্র চক্ষু হাসপাতালের ডা. তৌহিদুল ইসলাম সুজন ও ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি মুসা ও সাধারণ সম্পাদক জহির রায়হান সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি আব্দুল হাকিম শিশুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ০১ থেকে ১০ বছর বয়সী হতদরিদ্রদ ২শত শিশুর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।

বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকেছেন। দুইবার ফাঁসির মঞ্চে হয়েছেন মৃত্যুর মুখোমুখি। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি বলে এসব কথা বলেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: