রিফাত রাহুল খাঁন –
বাংলাদেশ অন্যতম ব্যস্ততম মেকওভার আর্টিস্ট শামীমা আক্তার কুসুম । দীর্ঘ বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্যরূপে৷ সম্প্রতি ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের,
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদি বাড়ি বর্ধমান জেলায়, প্রথমবার অনুষ্ঠিত হলো (বাণিজ্য মেলা)।এ মেলার অন্যরকম আকর্ষণ ছিল ফ্যাশন শো। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন শামীম আক্তার কুসুম ও সাবিনা ইয়াসমিন সুমা। কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননায়ও ভূষিত হয়েছেন।
এবছর মেলার ব্র্যান্ড এম্বাসেডর ছিল – অভিনেত্রী দেবিকা মুখার্জি (ছোট বউ খ্যাত)
ও ভারতীয় সুপার মডেল রেহান কবির,
পোশাক ডিজাইনার ছিলেন –
কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রি এক এবং অন্যতম ডিজাইনার ইরানি মিত্র।
সঞ্চালনায় ছিল –
সপ্তমী ব্যানার্জি (সেলিব্রিটি মডেল এবং সঞ্চালিকা)।অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল –
কলকাতা শহরের ২৫ জন মডেল এবং চারজন মেকাপ শিল্পী।
আবারও ভারতবর্ষে সম্মাননায় ভূষিত হওয়া প্রসঙ্গে তিনি জানান ; ভীষণ ভালো লেগেছে সম্মাননায় ভূষিত হয়ে। মেলার আয়োজক কমিটিদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও ভালো মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চাই।
আপনার মতামত লিখুন :