তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল সোহানা খান নদী । ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি ।আপনের কথা ও সুরে এবং আতিকুর রহমান আতিকের সংগীত আয়োজনে ” মায়া লাগে তোমায় দেখিলে”শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুমন বাপ্পী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রবিউল ইসলাম রবি।গানটিতে নদীর বিপরীতে কাজ করেছেন এএইচ বালাক৷ গানটি আজ আরএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত হবে৷
আপনার মতামত লিখুন :