বিনোদন প্রতিবেদক –
ঢাকার প্রাণকেন্দ্র ধানমণ্ডি ৯/এ এর @Glow Aesthetic Beauty Hub এ পহেলা, ফাল্গুন, ভালবাসা দিবস ও নববর্ষের নতুন লুক নিয়ে হাজির হয়েছিল শোবিজ অঙ্গনের সুপরিচিত মুখ বুলবুল টুম্পা এ শুটে তার সাথে ছিলেন গ্লো এস্তেটিক এর সিইও ও পরিচালক আসমা খাতুন মিনা, যিনি একজন এস্টেটিশিয়ান। গ্লো এস্তেটিক এর যাত্রার শুরু টা হয়েছিল এই উদ্দেশ্য থেকে যেখান থেকে সবাই একই ছাদের নিচে মেকওভার সার্ভিসের পাশাপাশি সকল ধরনের স্কিনের ট্রিটমেন্ট, ও বিউটিফিকেশন ইনহেন্স এর সবচেয়ে নির্ভর যোগ্য স্থান, তার ই ধারাবাহিকতায় এই শুটের আয়োজন ও বুলবুল টুম্পার সাথে দীর্ঘদিন এর এক সাথে কাজ করার ইচ্ছা থেকেই আসমা খাতুন মিনা এই শূটের ও স্পেশাল কিছু সার্ভিস প্রোমট এর উদ্দেশ্য এই আয়োজন টি করেছিলেন, তিনি আরো বলেন “বুলবুল টুম্পা আপু একজন ফ্যাশন আইকন তার হাত ধরে বাংলাদেশ এর র্যাম্প জগতের বহু নারী আজ শোবিজ দুনিয়া দাপিয়ে বেরাচ্ছে,তিনি আমার ও সকল এর প্রেরনা” এবং তিনি আরো বলেন নারীদের উদ্দোক্তা হতে তিনি বরাবরই উৎসাহিত করে আসছেন এবং ভবিষ্যতে একজম সফল উদ্যাাক্তা হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
আপনার মতামত লিখুন :