সর্বশেষ :

বৃদ্ধ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২৭, ২০২৩ । ১১:১৩ অপরাহ্ণ
বৃদ্ধ

বৃদ্ধ

লেখক : শেখ শাহিন

বৃদ্ধের তালিকায় নাম পরেছে,
চোখের নিচে কলো দাগ জমেছে।

দৃষ্টিতে ছিল যার ভীষন জোর,
সময়ের খেলায় অন্ধকার ঘোর।

সংসারের তরে নয় আজ তুল্য,
আগের মতন আজ হয়না মূল্য।

ছেলে মেয়ে সবে আজ ভাবে পর পর,
যৌবন হারিয়ে কাপছি থর থর।

আগের মত খোজ কেউ আর নেয়না,
নতুন নতুন বায়না কেউ আর ধরেনা।

পরিশ্রম সাধনা সব গেলো জলে,
ভাগ্যতে কালো দাগ প্রতিবেশি বলে।

সম্পদ গেলো চলে কলমের ইশারায়,
কম বেশি মাপামাপি ছেলেদের নিন্দায়।

সাধনা পরিশ্রম হলোনা যে সিদ্ধ,
সংসারের তরে আমি শুধুই এক বৃদ্ধ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: