মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের ইট, পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৫ জানুয়ারী) বানেশ্বর বাজারে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় ১ ঘন্টা যানবহন বন্ধ ছিল। এ সময় অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এই ঘটনায় জড়িত ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ।
গোপন সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বর বাজার বণিক সমিতি অফিসে একটি মিটিং হয়। সেই মিটিং-এ আওয়ামীলীগ এর নেতা আবুল কালাম আজাদের সাথে অপর গ্রুপের আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমানের সমর্থক হাবিবের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরেই এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগের নেতা ওবায়দুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় মিটিং এ আবুল কালাম আজাদ তরুন বানানোর খরচ বাজার কমিটির কাছে দাবী করেন। এ সময় হাবিব প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই ঘটনা বণিক সমিতির নেতারা সমাধান করে দেন। তারপরও রাতে হাবিবকে মারধর করার জন্য চড়াও হয়। পরদিন সকালে হাবিবকে মারার উদ্দেশ্যে এই ঘটনা ঘটে। তবে আমরা মামলায় যাবো না। প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য সর্বাত্বক চেষ্টা করবো।
আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদের মোবাইল ফোনে ফোন করা হলে তিনি কল গ্রহণ করেননি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ বারি জানান, দুই গ্রুপের ইট, পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । তবে আমরা যখন ঘটনাস্থলে পৌছি, তখন যানবাহন বন্ধ ছিলো না। আর এই ঘটনাই ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলা করেনি।
আপনার মতামত লিখুন :