রাজশাহী প্রতিনিধি :
দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় প্রথমবারের মত তৃতীয় স্থান পাওয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ অর্জন করে।
গত বছর বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকার ওসমানী মিলনায়তনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে আরও উন্নত করার লক্ষ্যে ৮টি নতুন স্থাপনার উদ্বোধন করা হলো শনিবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায়।
এই উদ্বোধন কার্যক্রমগুলো দুপুর সাড়ে ১২টার মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিভিন্ন সময়ে সম্পন্ন করেছেন।
৮টি স্থাপনার মধ্যে আইসিইউ কমপ্লেক্স, মডার্ন মরচুয়ারি, সিকিউরিটি কমপ্লেক্স, আলট্রাসনোগ্রাফী কমপ্লেক্স, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও গাইনি ওপিডি, মহিলা গোসলখানা, সার্জারী বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস ও গাইনি অ্যান্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধানের একাডেমিক অফিস উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এ.বি.এম. হুমায়ুন কবীর, রাজশাহী গণপূর্ত জোন এর নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনমুন হোসেন, মোঃ রবিউল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আয়াতুল্লাহ, মোঃ দেলওয়ার হোসেন, রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও শহিদুল ইসলামসহ রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ও রামেক হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :