মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহী গণপূর্ত বিভাগকে সম্মাননা স্মারক প্রদান করেছে।
রোববার (২২ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মেডিকেল সূত্রে জানা যায়, হাসপাতালের স্থাপনাসমূহের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সন্তোষজনকভাবে করায় রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.বি.এম. হুমায়ুন কবীরের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
রামেক হাসপাতালের পরিচালক ও সকল সদস্যদের সৌজন্যে ব্যস্থাপনা কমিটির সভাপতি মোঃ ফজলে হোসেন বাদশা এমপি, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানীসহ কমিটির সদস্যবৃন্দ এই সম্মাননায় ভূষিত করেন।
এই সময় পরিচালক শামীম ইয়াজদানী বলেন, রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর ইঞ্জিনিয়ারিং টিম তাদের স্টাফদের সমন্বয়ে রাত দিন হাসপাতালের নির্মাণ, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সুনামের সাথে করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :