চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক নবজাতকের মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩ । ৭:৪২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ জাহিদ হাসান,( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি):

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় মরদেহটি শপিংব্যাগের মধ্যে পলেথিনে মোড়ানো ছিল।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোররাতে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে নবজাতকটির মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা,ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের ওপর লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে তা খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়া স্থানীয়রা। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে মরদেহটি দেখতে ছুটে আসে আশে পাশের লোকজন।

স্থানীয় বাসিন্দা শরিফুল জানান, আমরা ধারণা করছি, হয়ত কালকেই জন্ম নিয়েছে বাচ্চাটি। জন্মের পরেই তাকে গতকাল রাতে হয়ত কেউ ফেলে গেছে। খুবই মর্মান্তিক বিষয়টি। তবে রেললাইনের উপর দিয়ে কোন ট্রেন যায়নি। মৃত বাচ্চাই ফেলে গেছে।

ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। রেল বিভাগকে ঘটনাটি জানানো হয়েছে। গভীর রাতে পলেথিনে মুড়িয়ে শপিং ব্যাগে করে নবজাতকের মরদেহটি ফেলে গেছে। মৃত বাচ্চাটি মেয়ে ছিল বলে জানান তিনি।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সকাল সাড়ে এগারটার দিকে রেল পুলিশ ওই মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: