সর্বশেষ :

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৩ । ৩:০৯ অপরাহ্ণ
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া

সিলেট প্রতিনিধি :

সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২২ পেলেন রাউজান উপজেলা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ হিতৈষী, সংগঠক, সিলেট- চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া।

শুক্রবার ১৩ জানুয়ারি ২০২৩ মাদার তেরেসা রিসার্চ সেন্টার আয়োজিত ঢাকা শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হলে “আমাদের মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান গোলাম কাদের।

প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কবি ও কথাসাহিত্যিক অর্ণব আশিক, কবি ও কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম এফসিএ, কবি ও কথাসাহিত্যিক গাজী মজিবুর রহমান মিন্টু, বাংলাদেশ কৃষকলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এড. রাবেয়া হক, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আলম মিঠু, শাহজালাল কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার ড. মশিউর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য হামিদুল আলম সখা, কোরবাণীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের সভাপতি এড. এনামুল হক, লেখক মোঃ নাসিরুজ্জামান নাসির, সমাজসেবক লায়ন খুশি মোহন বিশ্বাস, স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।

স্বাগত ভাষন প্রদান করেন সমন্বয়ক অমর হাওলাদার। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন ভদন্ত সুমনবংশ মহাথের, ভদন্ত দেবশ্রী মহাথের, জাতীয় নারী ফুটবলার রেহেনা পারভিন প্রমূখ।
উল্লেখ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট জনদের মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: