মোঃ মানিক হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে নব-গঠিত রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’র সভাপতি মীর তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বিরসহ ফোরামের নেতৃত্ববৃন্দ ও সাধারণ সদসরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন এই ফোরাম।
সোমবার (২ জানুয়ারি) বেলা ৩টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এর আগে বেলা ১টায় নগরীর সিএন্ডবি মোড় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের স্মরণে শ্রদ্ধা ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এর পর বেলা ২টায় কাদিরগঞ্জ জাতীয় চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ফোরামের সহ-সভাপতি জান্নাতুল মাওয়া সিফা , সহ-সভাপতি নূরজামাল ইসলাম , সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির,যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জয় খ্রিষ্টফার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাজন ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মতিউর রহমান মতি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবেল পারভেজ,
মহিলা বিষয়ক সম্পাদক আফরোজ খান হেলেন, কার্য নিবাহী সদস্য হুমায়ূন কবীর, কার্য নির্বাহী সদস্য সাঈদ হাসান পিন্টু, কার্য নিবাহী সদস্য কাজল শুভ্র দাস উপস্থিত ছিলেন।
সদস্যদের মধ্যে জিহান খান, সুজন ইসলাম, টিটু, সোনিয়া খাতুন, রুমানা রহমান, গোলাম ওয়াহিদুর রহমান, ওমর আলী, মতিউর রহমান মতি,আরিয়ান সুরুজ, কামরুল ইসলাম, পাভেল ইসলাম, এসএম সায়েমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :